শেয়ার বিজ : ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি, স্ট্যান্ডার্ড ব্যাংক, গোল্ডেন হারভেস্ট ও সিএমসি কামাল টেক্সটাইলের ওপর ভর করে মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ৩১৪ কোটি টাকা ছাড়িয়েছে। একইভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক বেড়েছে ১ দশমিক ২৬ পয়েন্ট।
তথ্যমতে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। কিন্তু আধা ঘণ্টা পর থেকে বাজরের সূচক পতন লক্ষ করা যায়। প্রথম দেড় ঘণ্টায় লেনদেনকে এগিয়ে রাখতে সহায়ক হয়ে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি, স্ট্যান্ডার্ড ব্যাংক, গোল্ডেন হারভেস্ট ও সিএমসি কামাল টেক্সটাইল।
অন্যদিকে প্রথম দেড় ঘণ্টায় ডিএসইর সার্বিক সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট বেড়েছে। সূচক বৃদ্ধিতে ভূমিকা রাখছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, আইসিবি ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।