Print Date & Time : 10 September 2025 Wednesday 3:29 am

৩১ ডিসেম্বর ‘বই উৎসব’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কভিড-১৯ মহামারির কারণে নতুন বছরে সারাদেশে বই উৎসব করা সম্ভব না। তবে বছরের রীতি অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষের জন্য বছরের প্রথম দিন বই দেয়ার কার্যক্রম উদ্বোধন করা হবে।

আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব’-এর উদ্বোধন করবেন। পরদিন ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার কার্যক্রম পরিচালিত হবে। তবে এক দিনে সব শিক্ষার্থীকে সব বিষয়ে নতুন বই দেয়া সম্ভব হবে না। শিক্ষার্থীরা সবাই পর্যায়ক্রমে নতুন বই পাবে। সূত্র: ঢাকা ট্রিবিউন।

প্রধানমন্ত্রীর কাছে থেকে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেয়ার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গত ১৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তিন শিক্ষার্থীর তালিকা চেয়েছে। তাদের হাতে বই তুলে দেবেন প্রধানমন্ত্রী।

চিঠিতে ‘পাঠ্যপুস্তক উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য মাধ্যমিক স্তরের নবম শ্রেণি বাদে প্রতি শ্রেণির একজন করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণির মোট তিন শিক্ষার্থীর ছবি ও মোবাইল ফোন নম্বরসহ নামের তালিকা পাঠাতে বলা হয়।

এদিকে বিনা খরচের পাঠ্যবই ছাপাখানা পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘অতিমারির কারণে এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব স্কুলেই ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে। যখন যে শিক্ষার্থীর বই পাওয়ার কথা, সে সময় শিক্ষার্থীরা বই পাবে।’