Print Date & Time : 28 August 2025 Thursday 5:29 pm

৩৫০ কোম্পানির দর বেড়েছে, বাজার ইতিবাচক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। ফলে আজ রোববার বাজারে আস্থার পরিবেশ তৈরি হয়েছে। বেড়েছে প্রায় সাড়ে ৩০০ কোম্পানির শেয়ারদর। ফলে সূচক বেড়েছে, শেয়ারের দামও বেড়েছে। দিনশেষে লেনদেনও বেড়েছে। দুপুর আড়াইটায় লেনদেন দাঁড়ায় ৮৩৩ কোটি টাকা। সব মিলে বাজারে ইতিবাচক পরিবেশ ছিল।

বিনিয়োগকারী গোলাম মোস্তফা বলেন, সরকার যথেষ্ট আন্তরিকতার সঙ্গে শেয়ারবাজার নিয়ে কাজ করছে। কিন্তু বাজারে তার প্রভাব নেই। বাজার একদিন বাড়ে তো পাঁচ দিন পর কমে যায়। বর্তমান বাজারে শতাধিক কোম্পানির শেয়ার তলানিতে ঠেকেছে। এসব কোম্পানির শেয়ারদর কমার আর জায়গা নেই। তারপরও কিন্তু কমছেই। এ অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এগিয়ে না এলে বাজারে লেনদেনের ধারাবাহিকতা বজায় থাকবে না। পাশাপাশি বাজারে গতিও আসবে না।

গতকাল দুপর ২টায় লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ৫৮ কোটি টাকা, আইপিডিসি ৪৩ কোটি টাকা, বিডি ফাইন্যান্স ৩২ কোটি টাকা, জিএসপি ফাইন্যান্স ৩১ কোটি টাকা, আরডি ফুড ৩০ কোটি টাকা