নিজস্ব প্রতিবেদক: দেশের ৩৬ জেলায় অভিযান চালিয়ে মোট দুই লাখ ছয় হাজার ৬৬৩ লিটার ভোজ্যতেল জব্দ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫৭ কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৫৩টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানটি জানায়, ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ঢাকা মহানগরের কাপ্তান বাজারসহ দেশব্যাপী মোট ৬৪টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১১৪টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ দুই হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, কাপ্তান বাজারে অভিযান চালিয়ে সাড়ে ৯ হাজার লিটারের বেশি তেল জব্দ করা হয়েছে। তিনি বলেন, ‘তারা গত পাঁচ দিনে পুরোনো দামে কেনা ৯০ ড্রাম তেল বিক্রি করেছে। আর গতকাল অভিযান চালিয়ে ৩৯ ড্রাম তেল পাওয়া গেছে। সেগুলো ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।’
এছাড়া ৩৬টি জেলায় দুই লাখ ছয় হাজার ৬৬৩ লিটার তেল জব্দ করে ন্যায্য দামে বিক্রি করা হয়েছে।