Print Date & Time : 30 August 2025 Saturday 9:53 am

৩৬ বিলিয়ন ডলার মুনাফা বার্কশায়ারের

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৩৬ বিলিয়ন বা ৩ হাজার ৬০০ কোটি ডলার মুনাফা করেছে। খবর: ইয়াহু নিউজ।

প্রতিষ্ঠানের বিমা খাতের উত্থান ও বিনিয়োগ পোর্টফোলিও এ আয়ে ভূমিকা রেখেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

এ সময়ে পরিচালন বাবদ তাদের মুনাফা হয়েছে ১০ দশমিক ৪ বিলিয়ন বা ১ হাজার ৪০ কোটি ডলার। এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে তাদের বিমা খাতের শেয়ার থেকে আয় বৃদ্ধি পেয়েছে ৭৪ শতাংশ। মূলত গাড়ির বিমা প্রতিষ্ঠান গেইকো এবং আলেঘানি করপোরেশন অধিগ্রহণের পর এমন বৃদ্ধি দেখল কনগ্লোমারেটটি।

তবে চলতি বছরের মে মাসে ওমাহায় বার্ষিক বৈঠকে আয় কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ওয়ারেন বাফেট। মূলত সরকারের সুদহার বাড়ানোয় এমন শঙ্কা ছিল তার। তার সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয়নি।

সম্প্রতি ঋণমান সংস্থা ফিচ যুক্তরাষ্ট্র সরকারের রেটিং কমিয়েছে। একে সমর্থন করেননি ওয়ারেন বাফেট। সব দেশকে সতর্ক থেকে মহামারি মোকাবিলা করে যেতে হবে বলেই বার্তা দেয়া হয়েছে।