Print Date & Time : 29 August 2025 Friday 8:03 pm

৩ মামলায় আগাম জামিন পেলো ইমরান খান

শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে দেশজুড়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার তিন মামলায় আগাম জামিন দেওয়া হয়েছে। গত ৯ মে ইমরান খান গ্রেপ্তারের পর বেশ কয়েকটি সেনানিবাসসহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনন্ত ১০ জন নিহত হয়। খবর ডন।

আদালত চত্বরে সাংবাদিকদের সামনে ইমরান খান বলেন, “গত ৩৫ বছরে এমন ‘দমনপীড়ন’ দেখিনি। মনে হচ্ছে, সব নাগরিক স্বাধীনতা ও মৌলিক অধিকার বিলুপ্ত হয়ে গেছে। তবে শুধু আদালত এখনও মানবাধিকারের সুরক্ষা দিয়ে যাচ্ছে।” তিনি আরও জানান শেষ বল পর্যন্ত’ লড়াই চালিয়ে যাবেন।

তাকে ২ শে জুন পর্যন্ত জামিন দেওয়ার সময়, আদালত পিটিআই প্রধানকে তদন্তের অংশ হওয়ারও নির্দেশ দেয়। সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নথিভুক্ত মামলাগুলোর মধ্যে একটি লাহোরে কর্পস কমান্ডার হাউসে হামলা নিয়ে।

লাহোর কর্পস কমান্ডার হাউসে অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, ‘পুরনো ভবনটিতে আগুন দেওয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে আমাদের দোষারোপ করা হচ্ছে, ২৭ বছরে আমি কি কোনোদিন অগ্নিসংযোগ ও দাঙ্গা-সংঘাত করতে বলেছি? আমি বরং সব সময় আইন ও সংবিধান মোতাবেক শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলে এসেছি।’

আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ১২ মে ইসলামাদ হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন। এর আগে ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া পৃথক সাক্ষাৎকারে ইমরান খান অভিযোগ করেছেন, তাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই তার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা দেয়া হয়েছে।

ডয়েচে ভেলেকে তিনি বলেন, ‘আমার দলের সাড়ে ৭ হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দলের সব জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তো, আসলে কী ঘটতে যাচ্ছে? আমি জানি না। তবে আমি আশঙ্কা করছি, আমাকে যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে।’