নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আটটি ধাপে ভোট পড়েছে ৭২ দশমিক ২০ শতাংশ। গতকাল নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অষ্টম ও শেষ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সারাদেশে আটটি ধাপে চার হাজার ১৩৬টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভোট পড়েছে ৭২ দশমিক ২০ শতাংশ। নির্বাচনে ৩৯৪টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ৩৭১ জন। আর নির্বাচনী সহিংসতায় ১০০ জনের মতো মারা গেছেন।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। অষ্টম ধাপে দুইটি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। এরপরও কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে। এতে কিছু প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এজন্য নির্বাচন কমিশন দুঃখ প্রকাশ করেছে। সারাদেশে মোট ইউপির সংখ্যা ৪ হাজার ৫৭৪টি। এ পর্যন্ত নির্বাচন কমিশন তফসিল দিয়েছে ৪ হাজার ১৩৮টিতে। অবশিষ্টগুলোয় আইনি জটিলতার জন্য তফসিল দিতে পারেনি ইসি। আইনি জটিলতা কাটলে সময় মতো সংশ্লিষ্ট ইউপিগুলোয় ভোটগ্রহণ করবে ইসি।