শেয়ার বিজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের উপস্থিতিতে ৪৫ দিন পর কর্মস্থলে যোগ দিলেন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। গতকাল বুধবার দুপুরে কর্মস্থলে যোগ দেন তিনি। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিংবডির সদস্য এবং স্থানীয়রা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। খবর: বাংলা ট্রিবিউন।
পরে এ বিষয়ে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও প্রতিনিধিদলের আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম হাওলাদার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। এদেশে আমরা অসাম্প্রদায়িক চেতনায় লালিত হয়ে হিন্দু-মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করছি। তবে একশ্রেণির মানুষ বিষবাষ্প ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালায়। তবে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মের নামে কোনো প্রকার উসকানি এবং শিক্ষকসহ কাউকে হেনস্তার ঘটনা মেনে নেবো না। এটি আইনবিরোধী কাজ। আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে সম্মানের সঙ্গে স্বপদে বসাতে পেরে খুশি।
এ সময় শিক্ষক স্বপন কুমার বিশ্বাস বলেন, আমি পেছনের সবকিছু ভুলে যেতে চাই। সম্মানের সঙ্গে কাজ চালিয়ে যেতে চাই। তিনি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, স্থানীয় এমপি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সদস্য, স্থানীয় প্রশাসনসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, এ অঞ্চলে সাম্প্রদায়িক-সম্প্রীতির উজ্জ্বল ইতিহাস রয়েছে। যারা এ ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট কঠোর অবস্থান। আমরা শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।
এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রতিনিধিদলের সদস্য মোল্যা মাহফুজ আল হাসান, কলেজ মনিটরিং ও মূল্যায়ন শাখার পরিচালক এ এস এম রফিকুল আকবর, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি অ্যাডভোকেট অচীন কুমার চক্রবর্ত্তী, নড়াইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মদ, নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান, বিছালী ইউপি চেয়ারম্যান মো. হিমায়েত হোসাইন ফারুক প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্রের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম নিয়ে বিতর্কিত পোস্ট দেয়ার অভিযোগ ওঠে। পরে ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রের পাশাপাশি শিক্ষক স্বপন বিশ্বাসও লাঞ্ছিত হন। পরবর্তীতে গত ২৪ জুলাই কলেজ খুললেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কর্মস্থলে যোগ দেননি। গতকাল তিনি কর্মস্থলে ফিরেছেন।