Print Date & Time : 27 August 2025 Wednesday 4:38 am

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

শেয়ার বিজ ডেস্ক : ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৮ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

আজ সোমবার ২৮ এপ্রিল সোমবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে বিপিএসসির এক কর্মকর্তা বলেন, পরীক্ষার্থীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় কয়েক হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।