Print Date & Time : 29 August 2025 Friday 4:32 pm

৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার বিজ ডেস্ক : রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এ তথ্য জানান তিনি।
ডা. সামন্ত লাল সেন জানান, এই ঘটনায় আহত ১২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

তাদের মধ্যে দুইজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বাকি ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ওই ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। যারা মারা গেছেন, তাদের বেশিরভাগেরই শ্বাসনালীতে ধোয়া ঢোকায় মৃত্যু হয়েছে।

আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

অন্যদিকে সকাল ১১টা পর্যন্ত ৩৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা কমিশনার একেএম হেদায়েতুল ইসলাম।