Print Date & Time : 10 September 2025 Wednesday 2:56 pm

৪৭৭টি প্রিমিয়াম কন্ডো হস্তান্তরে প্রস্তুতি রূপায়ণ সিটির

রূপায়ণ সিটি উত্তরার ‘রূপায়ণ গ্র্যান্ড প্রিমিয়াম কন্ডো’ অচিরেই ক্রেতাসাধারণের কাছে হস্তান্তর হতে যাচ্ছে। আর সেই বিষয়টি নিয়ে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে রূপায়ণ সিটি উত্তরা। এতে জানানো হয়, দেশের সবচেয়ে বড় কন্ডোমনিয়াম প্রজেক্ট রূপায়ণ গ্র্যান্ডের ৪৭৭টি নতুন কন্ডো শিগগিরই হস্তান্তর করা হবে। এগুলোর আয়তন ২১০০ থেকে ৩১৫০ বর্গফুট। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা পিজে উল্লাহ, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান, কনস্ট্রাকশন উপদেষ্টা আহসান হাবিব, ডিরেক্টর অব সেলস রেজাউল হক লিমন, জিএম অ্যান্ড হেড অব কাস্টমার সার্ভিস জায়েদুর রশিদ, জিএম অ্যান্ড হেড অব মার্কেটিং গোস্বামী অসীম রঞ্জন প্রমুখ। বিজ্ঞপ্তি