Print Date & Time : 10 September 2025 Wednesday 3:02 am

৪০ কোটি ডলারের বিট কয়েন চুরি করে নিলো হ্যাকাররা

শেয়ার বিজ ডেস্ক: উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ সাইবার হামলা চালিয়ে ৪০০ মিলিয়ন ডলারের বিটকয়েন চুরি করে নিয়েছে। টানা সাতবার চলেছে এই হামলা। আর চুরির ঘটনা ঘটে গত বছর। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।

ব্লকচেইন অ্যানালাইসিস কোম্পানি চায়নালাইসিস জানিয়েছে, গত বছর এশিয়ার মধ্যে এটি অন্যতম সফল সাইবার হামলা ছিল।

যারা বিটকয়েন বিনিময় করে এমন বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনটিতে বলা যদিও এ হামলার কথা অস্বীকার করেছে উত্তর কোরিয়া।

চায়নালাইসিস এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২১ সালে উত্তর কোরিয়ায় সাইবার হামলাকারীদের সংখ্যা চার থেকে সাতে উন্নিত হয়েছে। এর ফলে হামলার সংখ্যা বেড়েছে ৪০ শতাংশ।

উত্তর কোরিয়ার হ্যাকাররা এমন কৌশল অবলম্বন করেছিল যে কোনো ভাবে হট ওয়ালেট বুঝতে পারেনি, যে তাদের বিটকয়েনের অর্থ হ্যাক হতে চলছে।

বলা হচ্ছে উত্তর কোরিয়ার এ সাইবার হামলাকারীদের গোয়েন্দা সংস্থার দ্বারা পরিচালনা করা হয়।