Print Date & Time : 23 July 2025 Wednesday 1:54 pm

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক তাদের মূলধন ভিত্তিকে শক্তিশালী করতে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এ বন্ডের মেয়াদ হবে সাত বছর। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এ খবরে গতকাল শেয়ারটির দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ বা ছয় টাকা। সর্বশেষ লেনদেন হয় ৬৬ টাকা ৬০ পয়সায়। এদিন কোম্পানিটির ১০ লাখ ৫১ হাজার ৯৬টি শেয়ার এক হাজার ৭৮৮ বার হাতবদল হয়, যার মোট মূল্য ছিল ছয় কোটি ৮১ লাখ টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে রূপালী ব্যাংক। তবে বছর শেষে ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান (ঋণাত্মক ইপিএস) হয় চার টাকা ৩৯ পয়সা, আগের বছর যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৯৯ পয়সা। এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (জানুয়ারি-জুন) শেষে ইপিএস দাঁড়িয়েছে ৭৩ পয়সায়।