Print Date & Time : 11 September 2025 Thursday 10:33 am

৫০০ কোটি টাকা ঋণ নেবে ইউনিক হোটেল

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী দি ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকার মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিক হোটেল ব্যাংকটি থেকে ৫০০ কোটি টাকার ঋণ সুবিধা নেবে। কোম্পানিটি রাজধানীর গুলশানে ওয়েস্টিন ঢাকা হোটেলের সংস্কারের পাশাপাশি হোটেল ওয়েস্টিন-২-এর সম্প্রসারণের উদ্দেশ্যে এ ঋণ নেবে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা (লোকসান)। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৩ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯৪ পয়সা।

ভ্রমণ ও অবকাশ খাতের এই কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে।