৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য ঝুঁকিতে

শেয়ার বিজ ডেস্ক : ৮৪ দেশের ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ দাবি করেছে, একটি হ্যাকিং ফোরামে তাদের প্রায় ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ব্যবহারকারীর ফোন নম্বর-সংবলিত একটি ডেটাবেস বিক্রি করা হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া।

হোয়াটসঅ্যাপে বর্তমানে প্রায় দুই বিলিয়ন (২০০ কোটি) ব্যবহারকারী রয়েছে। অ্যাপটির দাবি, বিক্রীত ডেটাবেসে ৪৮৭ মিলিয়ন (৪৮ কোটি ৭০ লাখ) ফোন নম্বর রয়েছে। বিশ্বের ৮৪টি দেশের ব্যবহারকারী রয়েছে এ তালিকায়।

সামাজিক মাধ্যমটির দাবি, বিশ্বে প্রায় এক-চতুর্থাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ডেটা চুরি হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ৩২ মিলিয়ন (তিন কোটি ২০ লাখ) ব্যবহারকারী। যুক্তরাজ্যের ১১ মিলিয়ন (এক কোটি ১০ লাখ), রাশিয়ার ১০ মিলিয়ন (এক কোটি), ইতালির ৩৫ মিলিয়ন (তিন কোটি ৫০ লাখ), সৌদি আরবের ২৯ মিলিয়ন (দুই কোটি ৯০ লাখ) ও ভারতের রয়েছে ছয় মিলিয়নের (৬০ লাখ) বেশি ব্যবহারকারী।
হ্যাকাররা স্প্যামিং, ফিশিং ও পরিচয় চুরির মতো অন্যান্য সাইবার অপরাধের জন্য ব্যবহারকারীর তথ্য ব্যবহার করতে পারে।