Print Date & Time : 3 September 2025 Wednesday 1:56 am

৫০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেন: যুক্তরাষ্ট্র

শেয়ার বিজ ডেস্ক: রাশিয়া আক্রমণ চালিয়ে ইউক্রেনের যেসব ভূখণ্ড দখলে নিয়েছিল, তার অর্ধেকের নিয়ন্ত্রণ কিয়েভ পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। খবর: সিএনএন।

গতকাল রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন ব্লিঙ্কেন। তিনি বলেছেন, প্রাথমিকভাবে যেসব ভূখণ্ড দখল করা হয়েছিল, তার প্রায় ৫০ শতাংশ ইতোমধ্যে ফেরত নিয়েছে ইউক্রেন।

তিনি বলেন, ‘এখনও তুলনামূলক পাল্টা আক্রমণের প্রাথমিক সময় চলছে। এটি কঠিন। এটি আগামী সপ্তাহ বা আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে না। আমি মনে করি, আমরা এখনও কয়েক মাসের দিকে তাকিয়ে আছি।’

এদিকে, গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ শুরু করার পর ইউক্রেন শিগগিরই মস্কোর সামরিক বাহিনীকে কিয়েভের ভূখণ্ড থেকে হটিয়ে দিতে পারে, এমন আশা ক্ষীণ হয়ে আসছে। কারণ কিয়েভের সৈন্যরা দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ সৈন্যদের সাথে লড়াইয়ে হিমশিম খাচ্ছে।

গত মাসের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতি প্রত্যাশার তুলনায় ধীর হচ্ছে। তবে ত্বরান্বিত করার জন্য কিয়েভের ওপর কোনও চাপ নাই।

সিএনএনকে দেওয়া বিশেষ এই সাক্ষাৎকারে ব্লিঙ্কেন চীনের সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের ব্যাপারেও কথা বলেছেন। তিনি বলেছেন, চীনের সাথে যোগাযোগের লাইন শক্তি করার চেষ্টা চলছে। বৈশ্বিক দুই পরাশক্তির মাঝে সংঘর্ষ এড়াতে এই প্রচেষ্টা নেওয়া হয়েছে।