Print Date & Time : 13 September 2025 Saturday 10:07 am

৫৪ বছর বয়সে এসএসসি পাস হান্নানকে সম্মাননা

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করা সেই আব্দুল হান্নানকে সম্মাননা দেয়া হয়েছে। গতকাল রোববার জাতীয় সমাজসেবা দিবসে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেনÑউপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাবেক ডেপুটি কমান্ডার তরিকুল ইসলাম, মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

সভায় মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানাসহ ১০ জনকে সম্মাননা ক্রেস্ট, ১৩৮ জনকে অনুদান ও ভাতাভোগীর মাঝে ১৫ হাজার টাকা দেয়া হয়। প্রসঙ্গত, এ বছর তেলকুপি জামিলা সরণি ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন আব্দুল হান্নান। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হন।