নিজস্ব প্রতিবেদক: ৫৮২ জন আমানতকারীকে প্রায় চার কোটি টাকা ফেরত দেবে অনিয়ম-আর্থিক দুর্নীতি ও খেলাপির দায়ে অভিযুক্ত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল)। আদালতকে এ তথ্য জানিয়েছেন, প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান। সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চে এ তথ্য জানানো হয়েছে।
ব্যারিস্টার মেজবাহুর রহমান গণমাধ্যমে জানান, পিপলস লিজিংয়ে ৬০০ এর বেশি আমানতকারী রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ৫৮২ জন ক্ষুদ্র বিনিয়োগকারী যারা পিপলস লিজিংয়ে ১ লাখ টাকা পর্যন্ত রেখেছিলেন তাদের অর্থ ফেরত দেয়া হবে। তাদের ৩ কোটি ৭০ লাখ ফেরত দেবে পিপলস লিজিং।
জানা গেছে, এরই মধ্যে মানবিক বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে আমানতকারীদের ১৪ কোটি ৯১ লাখ টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।
গত বছরের ১৩ জুলাই পি কে হালদার অর্থ কেলেঙ্কারি নিয়ে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পরিচালনার জন্য ১০ সদস্যর বোর্ড পুনর্গঠন করে দেন হাইকোর্ট। কামাল উল আলমকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।
এরই মধ্যে স্বাস্থ্যগত কারণে গত ১ জুন বোর্ডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন কামাল উল আলম। এরপর অবসরে থাকা জেলা ও দায়রা জজ (অব.) হাসান শাহেদ ফেরদৌসকে তার স্থলাভিষিক্ত করা হয়। গত বছরের ২১ জুন ২০১ জন আমানতকারী পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পুনর্গঠন চেয়ে আবেদন করেন। পরে আদালত তাদের বক্তব্য শোনেন।