Print Date & Time : 4 September 2025 Thursday 4:59 am

৫৯টি বাসের বিপরীতে প্রায় ২২ লাখ টাকা জরিমানা আদায়

অতিরিক্ত ভাড়া আদায়ে শনিবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৮টি স্পটে বিআরটিএ’র ৮টি ভ্রাম্যমাণ আদালত ১৯টি বাসের বিপরীতে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। 

এছাড়া রুট ভায়োলেশন, রুট পারমিটবিহীন, ওয়েবিল, হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৪০টি বাসের বিপরীতে ৪০টি মামলায় দুই লাখ চার হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিট না থাকায় একটি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।

বিআরটিএ’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম, সচিব এটিএম কামরুল ইসলাম, পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, পরিচালক (অপারেশন) লোকমান হোসেন মোল্লা এবং উপপরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। অভিযানকালে বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি