Print Date & Time : 10 July 2025 Thursday 8:17 pm

৫ দিনের সাংস্কৃতিক সফরে ভারত যাচ্ছে হাসান মাহমুদ

শোবিজ ডেস্ক: কলকাতা, বিরাটি ও ডায়মন্ড হারবারে ৫ দিনের সাংস্কৃতিক সফরে আজ সন্ধ্যার ফ্লাইটে কলকাতা যাচ্ছেন হাসান মাহমুদ।

কলকাতার গড়িয়ায়, ডামন্ডহারবার বাংলার মুখে দমদম এর বিরাটিতে গান করবেন হাসান। বাংলার মুখ থেকে হাসান পাচ্ছে উপমহাদেশের প্রখ্যাত গীতিকার “পুলক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরষ্কার। বিরাটিতে হিমাংশু কীর্ত্তনীয়া সম্পাদিত “ডাক” পত্রিকার মোড়ক উন্মোচননে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এবং একই অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করবেন। গড়িয়ায় কবি অভিজিৎ পাল চৌধুরী আয়োজিত অনুষ্ঠানে পড়বেন স্বরচিত কবিতা ও পরিবেশন করবেন গান। এখানে হাসান মাহমুদ সম্পাদিত সময় পূর্বাপর পত্রিকা নিয়ে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।