Print Date & Time : 15 August 2025 Friday 4:47 pm

৫ বছর পর শীর্ষে ‘বুড়ো’ ফেদেরার

ক্রীড়া ডেস্ক: মঞ্চটা পুরোপুরি প্রস্তুতই ছিল। গত পরশু রোটারহাম ওপেনে রবিন হাসকে হারিয়ে লক্ষ্যটা পূরণও হয়েছে ‘বুড়ো’ রজার ফেদেরারের। ৫ বছর পর এ সুইচ তারকা পুনরুদ্ধার করলেন টেনিসের শীর্ষস্থান।

বছরের শুরু থেকেই রাফায়েল নাদাল ইনজুরিতে থাকায় শীর্ষে ফিরতে বেশ সুবিধাই হলো ফেদেরারের। যদিও গত পরশু রোটারহাম ওপেনের কোয়ার্টারে উঠার লড়াইয়ের প্রথম সেটে হেরেছিলেন তিনি। কিন্তু পরের দুই সেটে প্রতিপক্ষকে বলতে গেলে দাঁড়াতেই দেননি ২০টি গ্র্যান্ড সøাম জয়ী এ তারকা।

টেনিসের শীর্ষস্থান ফেরার দিনে রেকর্ড বইয়েও অনেক পরিবর্তন করেছেন ফেদেরার। সবচেয়ে বেশি বয়সে এ কিংবদন্তি শীর্ষে উঠে পেছনে ফেলেছেন আন্দ্রে আগাসিকে। তিন বছর পর র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন আগাসি। কিন্তু ফেদারার উঠলেন ৫ বছর ১০৭ দিন পর। র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান ফিরে পেয়ে দারুণ খুশি ফেদেরার। ‘এটা আমার জন্য অসাধারণ একটা মুহূর্ত। আমি খুব খুশি। আসলে আমি চিন্তাও করেনি যে, আমারও এক নম্বর জায়গাটি ফিরে পাব।’