Print Date & Time : 6 September 2025 Saturday 5:01 am

৫ সিটিতে জাপার মেয়র প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আগামীতে সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। নির্বাচনি মাঠে সমান সুযোগ করে দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বৃহস্পতিবার রাজধানীতে পার্টির এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থীদের নাম ঘোষণা করা হয় অনুষ্ঠানে।

গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র পদে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন এমএম নিয়াজউদ্দিন, রাজশাহীতে সাইফুল ইসলাম স্বপন, বরিশালে ইকবাল হোসেন তাপস, খুলনায় শফিকুল ইসলাম মধু ও সিলেটে মেয়র পদে লড়বেন নজরুল ইসলাম বাবুল।

পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটিতে প্রথম ভোট হবে। ২৫ মে এই ভোট হবে।