প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত সাদিকুল ইসলাম (৩২) শ্রীরামপুর গ্রামের আফসার আলী ওরফে পাঠানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই শফিকুল ইসলাম ছোট ভাইয়ের কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়ে ৫ হাজার টাকা কম দেয়। টাকা কম দেয়ায় ছোট ভাই সাদিকুল তা নিতে অস্বীকৃতি জানালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ঝগড়ার একপর্যায়ে বড় ভাই শফিকুল ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইয়ের পা ও পেটে আঘাত করেন। এরপর আহত অবস্থায় স্থানীয়রা সাদিকুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল ইসলাম পারিবারিক কলহের জেরে তার ছোট ভাই সাদিকুলের পা ও পেটে ছুরিকাঘাত করেন।