Print Date & Time : 7 September 2025 Sunday 10:36 pm

৬০০ উড়োজাহাজের ক্রয়াদেশ তার্কিশ এয়ারলাইনসের

শেয়ার বিজ ডেস্ক: তুরস্কের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা তার্কিশ এয়ারলাইনস ৬০০ নতুন উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। আগামী জুনের মধ্যে এই বিশাল সংখ্যক উড়োজাহাজ কেনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারপারসন আহমেত বোলাত। আগামী ১০ বছরের মধ্যে নিজেদের বহরে এত উড়োজাহাজ যুক্ত করবে সংস্থাটি। খবর: ডেইলি সাবাহ।

ইতিহাসে কোনো একক উড়োজাহাজ সংস্থার জন্য এটিই সবচেয়ে বড় ক্রয়াদেশ।

এর আগে গত বছরের ডিসেম্বরে এয়ার ইন্ডিয়া সর্বোচ্চ ৪৭০টি এয়ারবাস ও বোয়িং কেনার ঘোষণা দিয়েছিল। গত কয়েক মাসের মধ্যে ভারতের এয়ার ইন্ডিয়া, আয়ারল্যান্ডের  রায়ানএয়ার ও সৌদি আরবের একটি নতুন উড়োজাহাজ সংস্থা মোট ৭০০টি উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। তবে এককভাবে সবাইকে ছাপিয়ে গিয়েছে তার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজ কেনার ঘোষণাটি।

গত এপ্রিল শেষের হিসাব অনুযায়ি, তার্কিশ এয়ারলাইন্সের বহরে ৪১৪টি উড়োজাহাজ রয়েছে। বছরের শেষে তা ৪২৫টিতে উন্নীত করার ইচ্ছা সংস্থা প্রধানের। ২০৩৩ সালের মধ্যে এ সংখ্যা দ্বিগুন করার পরিকল্পনা তার।

তিনি জানিয়েছেন, আগামী ৪ থেকে ৬ জুন ইস্তান্বুলে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) বার্ষিক সম্মেলনে ক্রয়াদেশের ঘোষণা দেয়া হবে। এ সামিটে বিশ্বের ২৮০টি উড়োজাহাজ সংস্থা যোগ দেবে। এ সময় বোয়িং কেনার বিষয়টি নিশ্চিত করা হবে। এর বাইরে আর কিছু জানাননি তিনি।

এরপর ইউরোপিয়ান এয়ার শোতে বোয়িংয়ের প্রতিন্দন্দ্বী এয়ারবাসের সঙ্গে নতুন চুক্তি করবে তার্কিশ এয়ারলাইন্স। এ শো অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন।