৬০ বছরে প্রথম সিডনির সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা

শেয়ার বিজ ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের রাজধানীর সিডনির কয়েকটি সমুদ্রসৈকত (বিচ) বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল হাঙ্গরের হামলায় এক সাঁতারুর মৃত্যুর ঘটনা ঘটে লিটল বে বিচে।

এরপর আইকোনিক বোন্ডি অ্যান্ড ব্রন্ট বিচসহ একাধিক পর্যটন স্পট বন্ধ করে দেয়া হয়। খবর: রয়টার্স।

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনি। এ শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে লিটল বে বিচের অবস্থান। গত বুধবার এক ব্যক্তির ওপর হাঙ্গরের আক্রমণের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। তবে ওই সাঁতারুর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো সিডনির কোনো সমুদ্রসৈকত হাঙ্গরের হামলার কারণে বন্ধ করে দেয়া হলো।

নিউ সাউথ ওয়েলসের প্রাইমারি ইন্ডাস্ট্রি বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, ধারণা করা হচ্ছে হামলার জন্য দায়ী তিন মিটার লম্বা একটি সাদা হাঙ্গর। ১৯৬৩ সালের পর সিডনিতে এটাই প্রথম হাঙ্গরের প্রাণঘাতী হামলা।

ঘটনাস্থলে এখনও কোনো হাঙ্গর আছে কি না, তা খতিয়ে দেখতে ড্রোন মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের কাছে হাঙ্গরের টোপ হিসেবে ব্যবহƒত ড্রাম লাইন বসানো হয়েছে।

স্থানীয় র‌্যান্ডউইক কাউন্সিলের মেয়র ডিলান পার্কার বলেন, এটা আমাদের পুরো জনগোষ্ঠীকে

হতভম্ব করে দিয়েছে। উপকূল আমাদের বাড়ির পেছনের আঙিনা। সেখানে এই ভয়াবহ পরিস্থিতিতে মৃত্যুর ঘটনায় আমরা সম্পূর্ণ হতবাক।

এখানে প্রতিবছর ৬ মার্চ দাতব্য সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েক দিন পর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে হাজারো সাঁতারু অংশ নেন। এর আগে হাঙ্গরের আক্রমণের ঘটনা ঘটল। তাই আয়োজকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিকল্পনা অনুযায়ী আয়োজন সম্পন্ন হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।