Print Date & Time : 10 September 2025 Wednesday 1:58 am

৬০ বছর আগের বন্ধ কারাগার ফের চালু করছেন ট্রাম্প

শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ৬০ বছরেরও বেশি আগে বন্ধ হওয়া একটি কারাগার নতুন করে চালু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সান ফ্রান্সিসকোর দুর্গম দ্বীপ আলকাট্রাজে ১৯৩৪ সালে এই কারাগারটি স্থাপন করা হয়েছিল। পরে ১৯৬৩ সালে সেটি বন্ধ ঘোষণা করা হয়। আর এবার কারাগারটি কেবল চালু করাই হচ্ছে না, বরং এটিকে আরও বড় করে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

গতকাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি ও সংবাদমাধ্যম বিবিসি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার সরকারকে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে একটি দ্বীপে অবস্থিত কুখ্যাত কারাগার আলকাট্রাজ আবার চালু ও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘অনেক বেশি দিন ধরে আমেরিকা হিংস্র, সহিংস ও পুনরাবৃত্ত অপরাধীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আইন, শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে আলকাট্রাজ আবার চালু করা হবে।’ এই কারাগারটি ১৯৬৩ সালে বন্ধ করে দেয়া হয়েছিল। বর্তমানে আলকাট্রাজ দ্বীপ একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহƒত হচ্ছে। এটি সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছাকাছি অবস্থিত।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও লিখেছেন, ‘আজ আমি বিচার বিভাগ, এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে কারাগারের ব্যুরোকেও একত্রে সম্প্রসারিত ও পুনর্গঠিত আলকাট্রাজ আবার চালু করার নির্দেশ দিচ্ছি।’ এই কারাগারে ‘আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধীদের’ রাখা হবে বলে জানান তিনি।

অভিযুক্ত গ্যাং সদস্যদের এল সালভাদরের একটি কারাগারে পাঠানোর নীতিকে কেন্দ্র করে আদালতের সঙ্গে দ্বন্দ্বে রয়েছেন ট্রাম্প। মার্চ মাসে তিনি দুইশর বেশি ভেনেজুয়েলার সন্দেহভাজন গ্যাং সদস্যকে সেখানে পাঠান তিনি ‘দেশীয় অপরাধীদের’ বিদেশি কারাগারে পাঠানোর কথাও বলেছেন।

আলকাট্রাজ প্রথমে একটি নৌ প্রতিরক্ষা দুর্গ ছিল। ২০ শতকের শুরুতে এটিকে একটি সামরিক কারাগারে রূপান্তর করা হয়। তিরিশের দশকে বিচার বিভাগ এটি দখলে নিয়ে ফেডারেল বন্দিদের গ্রহণ শুরু করে। এর বিখ্যাত কয়েদিদের মধ্যে ছিলেন কুখ্যাত গ্যাংস্টার আল কাপোন, মিকি কোহেন এবং জর্জ ‘মেশিন গান’ কেলি।

১৯৬২ সালে বার্ট ল্যাঙ্কাস্টার অভিনীত ‘বার্ডম্যান অব আলকাট্রাজ’ চলচ্চিত্রের মাধ্যমেও বিখ্যাত হয়েছিল কারাগারটি। এছাড়া ১৯৯৬ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্য রকে’র শুটিংও হয় এই দ্বীপে। ওই মুভিতে শন কনারি ও নিকোলাস কেজ অভিনয় করেন।

ফেডারেল ব্যুরো অব প্রিজনসের ওয়েবসাইট অনুযায়ী, কারাগারটি চালাতে অত্যধিক ব্যয় হতো বলে এটি বন্ধ করে দেয়া হয়। দ্বীপে অবস্থিত হওয়ার কারণে এর খরচ ছিল অন্য যেকোনো ফেডারেল কারাগারের তুলনায় প্রায় তিনগুণ।