শেয়ার বিজ ডেস্ক: ভারতের পুঁজিবাজারে গতকাল সোমবার বড় ধরনের উত্থান হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে বিএসই শেয়ার সূচক সেনসেক্স ৬৩ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়। খবর: মিন্ট।
ভারতের গণমাধ্যম মিন্ট জানিয়েছে, এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) ৫০ শেয়ারের সূচক নিফটিরও উত্থান ঘটে।
এ উত্থানের মধ্য দিয়ে নতুন সপ্তাহ শুরু করেছেন ভারতের বিনিয়োগকারীরা। সঙ্গত কারণে তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সেনসেক্স ও নিফটির মতো সূচকে ষাঁড়ের দৌড় চমকে দিয়েছে বিনিয়োগকারীদের।
গত শুক্রবার বাজার বন্ধ হওয়ার দিনে ৬২ হাজার পয়েন্টের গণ্ডি পার করে বিনিয়োগকারীদের ভরসা দিয়েছিল সেনসেক্স। বাজার বন্ধ হয়েছিল ৬২ হাজার ৫০১ পয়েন্টে। সেই ধারাবাহিকতা গতকালও বজায় রয়েছে সূচকে। ৬২ হাজার ৮০১ পয়েন্ট দিয়ে দিন শুরু হয়। এক পর্যায়ে তা ছুঁয়ে ফেলে ৬৩ হাজার পয়েন্ট। এর মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েছে ভারতের পুঁজিবাজার।
সেনসেক্সের পাশাপাশি নিফটি ৫০-এর দৌড়ও এদিন অব্যাহত ছিল। গত শুক্রবার নিফটি ৫০ বন্ধ হয়েছিল ১৮ হাজার ৪৯৯ পয়েন্টে। অন্যদিকে গতকাল ১৮ হাজার ৬১৯ পয়েন্টে খোলার পর প্রথম কয়েক ঘণ্টায় ১৮ হাজার ৬৫০-এর দোরগোড়ায় ছিল নিফটি ৫০। বিশেষজ্ঞদের আশা, আগামী কয়েক দিন এই ধারা অব্যাহত থাকবে।
এদিন বাজার খোলার পর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এইচডিএফসি, ইন্ডাসিন্ড ব্যাংক, বাজাজ ফিনসার্ভ, এইচডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ভারতী এয়ারটেল, টাইটান, আল্টাট্রেক সিমেন্ট, বাজাজ ফিন্যান্সের মতো শেয়ারগুলোর দর বেড়েছে। তবে পাওয়ার গ্রিড এবং এইচসিএল টেকনোলজিস দিনের শুরুতে লাল জোনে লিড করেছে।
ওদিকে এশিয়ার বাজারে টোকিও ও সাংহাই গতকাল বেশ ভালো অবস্থান ধরে রেখেছে। কিন্তু হংকংয়ের বাজার এদিন বিনিয়োগকারীদের জন্য শুরুটা ভালো করেনি। অন্যদিকে শুক্রবার মার্কিন পুঁজিবাজার উল্লেখযোগ্য লাভের মুখ দেখেছিল। সেই একই ধারা ধরে রাখতে পারে কি না, সেদিকে নজর রয়েছে বিনিয়োগকারীদের।