Print Date & Time : 7 July 2025 Monday 1:02 pm

৬৭১ কোটি টাকার এলএনজি ও রাইস ব্রান তেল কিনবে সরকার

শেয়ার বিজ ডেস্ক : দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে অন্তর্বর্তী সরকার গতকাল মঙ্গলবার এক কার্গো এলএনজি ও এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৯তম সভায় গতকাল এই অনুমোদন দেয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা প্রায় ৫৮৪ কোটি ১৬ লাখ টাকায় স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে সিঙ্গাপুরের মেসার্স গানভোর সিঙ্গাপুর ও প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কিনবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১৭৭ কোটি ১০ লাখ টাকায় স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস
ব্রান তেল কিনবে। এ তেল সরবরাহ করবে মজুমদার প্রোডাক্টস লিমিটেড (ঢাকা), তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ঢাকা), প্রধান অয়েল মিলস লিমিটেড (গাইবান্ধা) এবং গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ (ঢাকা)। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৬১ টাকা।

এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় ‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) প্রকল্প (বিডব্লিউডিবি অংশ)’ শীর্ষক প্রকল্পে ছয়টি পৃথক ক্রয় প্রস্তাবও সভায় অনুমোদন করা হয়েছে।