৬ মাসে দর কমেছে যে শীর্ষ ৫ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : বিগত ৬ মাসে দেশের পুঁজিবাজারে বেশিরভাগ সময় দরপতন ছিল। ধারাবাহিক দরপতনে দিনের পর দিন লোকসান গুণতে হয়েছে বিনিয়োগকারীদের। আলোচ্য সময়ে ডিএস-৩০ সূচকের অন্তর্ভুক্ত শীর্ষ ৫ কোম্পানির দর কমেছে উল্লেখযোগ্য হারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দরপতনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, রেনাটা, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন ও জিপিএইচ ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

 

ওয়ালটন হাইটেক

পুঁজিবাজারে দেশীয় কোম্পানির মধ্যে শীর্ষস্থানীয় কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

গত ৬ মাসে (ডিসেম্বর,২৪-জুন,২৫) কোম্পানিটির শেয়ার দর ৪৮২ টাকা ২০ পয়সা থেকে ৩৯৯ টাকা ৪০ পয়সায় নেমেছে। অর্থাৎ গত ৬ মাসে কোম্পনিটির শেয়ার দর ৮২ টাকা ৮০ পয়সা বা ১৭ শতাংশ কমেছে।

রেনাটা

পুঁজিবাজারে আরেক শীর্ষস্থানীয় কোম্পানি রেনাটা পিএলসি। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৭৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

গত ৬ মাসে (ডিসেম্বর,২৪-জুন,২৫) কোম্পানিটির শেয়ার দর ৬৩৩ টাকা ৯০ পয়সা থেকে ৪৭৯ টাকা ৫০ পয়সায় নেমেছে। অর্থাৎ গত ৬ মাসে কোম্পনিটির শেয়ার দর ১৫৪ টাকা ৪০ পয়সা বা ২৪ শতাংশ কমেছে।

স্কয়ার ফার্মা

পুঁজিবাজারে আরেক শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালসের বর্তমানে শেয়ার সর্বশেষ ২০২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

গত ৬ মাসে (ডিসেম্বর,২৪-জুন,২৫) কোম্পানিটির শেয়ার দর ২২৫ টাকা ৯০ পয়সা থেকে ২০২ টাকা ৮০ পয়সায় নেমেছে। অর্থাৎ গত ৬ মাসে কোম্পনিটির শেয়ার দর ২৩ টাকা ১০ পয়সা বা ৯০ শতাংশ কমেছে।

গ্রামীনফোন

পুঁজিবাজারে শীর্ষস্থানীয় মোবাইলফোন কোম্পানি গ্রামীণফোনের গত ৬ মাসে শেয়ার দর কমেছে ২৮ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ।

বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

গত ৬ মাসে (ডিসেম্বর,২৪-জুন,২৫) কোম্পানিটির শেয়ার দর ৩১৪ টাকা ৩০ পয়সা থেকে ২৮৬ টাকা ২০ পয়সায় নেমেছে।

জিপিএইচ ইস্পাত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত কমপ্লেক্স। বর্তমানে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা দরে লেনদেন হচ্ছে।

গত ৬ মাসে (ডিসেম্বর,২৪-জুন,২৫) কোম্পানিটির শেয়ার দর ২৩ টাকা ২০ পয়সা থেকে ১৭ টাকায় নেমেছে। অর্থাৎ গত ৬ মাসে কোম্পনিটির শেয়ার দর ৬ টাকা ২০ পয়সা বা ২৭ শতাংশ কমেছে।