নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে আসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। আগামী মঙ্গলবার (৬ মে) তিনি ডিএসই কার্যালয়ে আসবেন এবং শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক বৈঠক হবে বাজার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে, আরেকটি ডিএসইর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। বৈঠক শেষে তিনি ডিএসইর বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন এবং কর্মপ্রক্রিয়া পর্যালোচনা করবেন।
বর্তমানে দেশের অর্থনীতির বিভিন্ন খাতে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গেলেও পুঁজিবাজার এখনো চরম দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ডলার ও টাকার বিনিময় হার স্থিতিশীল হওয়া, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে আসার মতো ইতিবাচক দিকগুলো স্পষ্ট হলেও, শেয়ারবাজারে তার কোনো প্রতিফলন নেই।
ধারাবাহিক দরপতন ও অস্বাভাবিকভাবে কমে যাওয়া লেনদেনের কারণে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা একাধিকবার বিক্ষোভ করেছেন। বিষয়টি সরকারের জন্যও বিব্রতকর হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ড. আনিসুজ্জামান চৌধুরীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার অর্থনীতির স্থিতিশীলতায় বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেয়। তবে শেয়ারবাজার রয়ে গেছে অনিশ্চয়তার মধ্যেই। এই খাতের সংকট উত্তরণে করণীয় ঠিক করতেই স্টেকহোল্ডারদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন ড. আনিসুজ্জামান।