শেয়ার বিজ ডেস্ক: জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যসেবার খরচ মেটাতে ৭০০ বিলিয়ন ডলারের (৭০ হাজার কোটি ডলার) একটি বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির ধনীদের করের টাকায় এ দুই খাতের খরচ মেটাতে এই বিলে স্বাক্ষর করেছেন তিনি। খবর: রয়টার্স।
এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়েছে। এছাড়া এ আইনে প্রেসক্রিপশন ওষুধের দাম কমানোর জন্য কংগ্রেসের কয়েক দশকের প্রতিশ্রুতি কার্যকর করার ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। ডেমোক্র্যাটদের প্রথম পরিকল্পিত ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্যাকেজের চেয়ে চূড়ান্ত এ সংস্করণটি বেশ উদার। ক্ষমতায় আসার আগে এটি বাইডেনের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। বিলটি আইনে পরিণত হওয়ার এটি মধ্যবর্তী নির্বাচনের আগে তাকে রাজনৈতিক সুবিধা দিতে পারে।
এই প্যাকেজের মধ্যে ৪৩ হাজার কোটি ডলারের একটি বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেছেন জো বাইডেন, যাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্ববৃহৎ জলবায়ু প্যাকেজ হিসেবে দেখা হচ্ছে। অভ্যন্তরীণ পর্যায়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি চিকিৎসকের ব্যবস্থাপত্র থাকা ওষুধের মূল্য ও উচ্চ মূল্যস্ফীতি নামিয়ে আনার লক্ষ্যে আইনটি বানানো হয়েছে।
হোয়াইট হাউসে এ বিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্র্যাট নেতাদের মধ্যে ওয়েস্ট ভার্জিনিয়ার সিনেটর জো মানচিন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ‘মূল্যস্ফীতি কমানো আইন’-এ তার সমর্থন জরুরি ছিল। কারণ এর আগে তিনি হোয়াইট হাউসের সমর্থন সত্ত্বেও আরও বেশি ব্যবস্থাসংবলিত একটি বিল আটকে দিয়েছিলেন। তাই স্বাক্ষরের পর বাইডেন তার হাতের কলমটি এ বিলকে ‘ভারসাম্যপূর্ণ বিল’ অ্যাখ্যা দেয়া মানচিনের এ সিনেটরের হাতে তুলে দেন।
এ অনুষ্ঠানে রিপাবলিকানদের ব্যাপক সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, ঐতিহাসিক এ ক্ষণে ডেমোক্রেটরা মার্কিন জনগণের পক্ষ নিল আর সব রিপাবলিকান নিল বিশেষ স্বার্থের পক্ষ। কংগ্রেসের সব রিপাবলিকান সদস্য এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে।
রিপাবলিকানরা বলছেন, নতুন এ আইন দাম কমাতে তেমন ভূমিকা রাখবে না। সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলের মতে, দাম কমানো তো দূর, এ আইন বরং উল্টো প্রভাব ফেলবে। তিনি বলেন, বিপুল পরিমাণ ব্যয় করে মূল্যস্ফীতির রেকর্ড গড়ে ডেমোক্রেটরা গত বছর আমাদের লুটে নিয়েছিল। তার সমাধানে এ বছর তারা দ্বিতীয় বারও একই কাজ করছে। পক্ষপাতদুষ্ট যে বিলে স্বাক্ষর করে বাইডেন আইনে পরিণত করেছেন, তা কর বাড়বে, জ্বালানির ব্যয় বাড়াবে, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের অডিট আরও আগ্রাসী করবে।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ও প্রেসক্রিপশনকৃত ওষুধের দাম কমানোর এই আইনের লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণ পর্যায়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস করা। আইনে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বয়স্ক ব্যক্তিদের ওষুধের দাম কমাতে দরকষাকষির সুযোগ এবং বহুজাতিক কোম্পানি ও ধনীদের কাছ থেকে পাওনা কর আদায় নিশ্চিতে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
ডেমোক্রেটরা বলেন, কেন্দ্রীয় বাজেটে ঘাটতি কমানোর মাধ্যমে এ আইন মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়বে। বিভিন্ন রেটিং সংস্থা ও স্বতন্ত্র অর্থনীতিবিদরা তাদের এ ভাষ্যে সমর্থন দিলেও আইনটির সুফল পেতে ‘অনেক বছর লাগবে’ বলে মন্তব্য করেছেন।
অনুষ্ঠানে সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা চাক শুমার বলেন, কখনও আলোচনা থেকে দূরে থাকতে হবে এবং কখনও খেলতে দিতে হবে। আমরা যেন জলবায়ু থেকে দৃষ্টি না সরাই, তা নিশ্চিত করেছেন তিনি (বাইডেন)।
নির্দলীয় কংগ্রেসনাল বাজেট অফিসের অনুমান অনুসারে, নতুন এ আইন পরবর্তী দশকে শত বিলিয়ন ডলার সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বিলটি করপোরেশনগুলোর জন্য ন্যূনতম ১৫ শতাংশ কর নির্ধারণ করেছে।
তবে ডেমোক্র্যাটরা প্রতিশ্রুতি দিয়েছে যে, বছরে ৪ লাখ মার্কিন ডলারের নিচে যাদের উপার্জন, এই আইন তাদের জন্য কোনো কর বাড়ানো হবে না।