৭১ ক্রেডিট কার্ডে সীমার বাইরে বৈদেশিক মুদ্রায় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: দেশি-বিদেশি ২৭টি ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে সীমার বাইরে লেনদেন করেছে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এ তথ্য উঠেছে। এসব ব্যাংকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে এ চিঠি পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম বলেন, ক্রেডিট কার্ডের একটা লিমিট আছে। প্রতিটি কার্ডের বিপরীতে সাড়ে ১২ হাজার ডলার লেনদেন করা যায়। অনেক ব্যাংক এ সীমার ওপর লেনদেন করেছেÑএমন তথ্য বাংলাদেশ ব্যাংকের এক পর্যালোচনায় উঠে এসেছে।

জানা যায়, ২৭টি ব্যাংক ৭১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার মাত্রাতিরিক্ত ব্যয় হয়েছে। তাদের কাছে সীমার বাইরে ব্যয় করার কারণ জানতে চাওয়া হয়েছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে তাদের নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের আওতায় একজন ব্যক্তি প্রতি বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। বিশেষ ক্ষেত্রে আরও ৫০০ ডলার পর্যন্ত হতে পারে। কিন্তু এসব কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা খরচ করা হয়েছে।

এদিকে গতকাল ডলার মার্কেট স্থিতিশীলতা আনতে মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন বাংলাদেশের সঙ্গে বৈঠক করেছে বিএফআইইউ। জানা যায়, ডলার বাজার স্থিতিশীল রাখতে মানি এক্সচেঞ্জগুলোকে বৈধভাবে ব্যবসা করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। আইন অনুযায়ী যেসব প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করবে না, তাদের জন্য ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এক প্রতিষ্ঠানের নামে লাইসেন্স নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান না খুলতে বলা হয়েছে।