Print Date & Time : 11 September 2025 Thursday 1:38 am

৭৭৯ বাংলাদেশি শিক্ষার্থী পেল হাই অ্যাচিভারস অ্যাওয়ার্ড

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম একাডেমিক অ্যাওয়ার্ড সেরেমনি আয়োজন করে পিয়ারসনের সর্ববৃহৎ কোয়ালিফিকেশন ব্র্যান্ড এডেক্সেল। এতে আন্তর্জাতিক জিসিএসই এবং এ লেভেল পরীক্ষায় যেসব বাংলাদেশি শিক্ষার্থী অসাধারণ ফলাফল অর্জন করেছে, তাদের জন্য ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে পিয়ারসন এডেক্সেল। ২০২১ ও ২০২২ সালে পরীক্ষায় অসাধারণ নৈপুণ্য অর্জনের জন্য ৭৭৯ জনকে পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বিজ্ঞপ্তি