Print Date & Time : 12 September 2025 Friday 3:09 am

৭ বছরের মধ্যে বিশ্বে জ্বালানি তেলে দাম সর্বোচ্চ

শেয়ার বিজ ডেস্ক: নতুন বছরের প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে। সবশেষ কার্যদিবসে জ্বালানি পণ্যটির দরে বড় ধরনের উত্থান ঘটেছে। এতে ২০১৪ সালের অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের মূল্য।

গেল সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ। ব্রেন্ট ক্রুডের মূল্য বৃদ্ধি পেয়েছে সাড়ে ৫ শতাংশের বেশি। আর হিটিং অয়েলের দর বেড়েছে ৬ শতাংশের ওপরে। সবমিলিয়ে প্রায় সাত বছর ৩ মাস পর সর্বোচ্চ দাম উঠেছে জ্বালানি তেলের।

২০২২ সালের প্রথম সপ্তাহে অপরিশোধিত তেলের মূল্য বাড়ে প্রায় ৫ শতাংশ। ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পায় ৫ শতাংশের ওপরে। আর হিটিং অয়েলের দর বাড়ে প্রায় ৭ শতাংশ।

এতে চলতি বছরের প্রথম দুই সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১২ দশমিক শূন্য ৩ শতাংশ বেড়েছে। ব্রেন্ট ক্রুডের মূল্য বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ১৭ শতাংশ। আর হিটিং অয়েলের দর বেড়েছে ১৩ দশমিক ২৯ শতাংশ।

করোনার প্রাদুর্ভাবে বিশ্ববাজারে তেলের দরপতন হয়। ২০২০ সাল পর্যন্ত জ্বালানি পণ্যটির দাম ওঠা-নামার মধ্যে ছিল। ওই বছর প্রতি ব্যারেল প্রায় ৪০ ডলারেও বিক্রি হয়।

তবে পরিস্থিতি অনুকূলে এলে গত বছর পণ্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। ২০২১ সালের শুরুর দিকে ব্যারেলপ্রতি তেল বিক্রি হয় প্রায় ৬০ ডলারে। সেটা শেষদিকে গিয়ে ঠেকে ৭০-৭৫ ডলারে।

তবে এ বছর ৮০ ডলারের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। কোনো কোনো দিন ৮৫ ডলারেও প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে।