Print Date & Time : 4 August 2025 Monday 1:06 pm

৭ লক্ষাধিক হজযাত্রী মদিনায় পৌঁছেছেন

শেয়ার বিজ ডেস্ক: হজ পালনের উদ্দেশ্যে বিমান ও স্থল বন্দর দিয়ে এখন পর্যন্ত বিভিন্ন দেশের মোট ৭ লাখ ১৮ হাজার ৩০ জন হজযাত্রী মদিনায় পৌঁছেছেন। হজ ও পরিদর্শন কমিটির পরিসংখ্যান অনুযায়ী, শনিবার মোট ২৯ হাজার ৯০ হজযাত্রী পৌঁছেছেন। এদের মধ্যে ২৫ হাজার ৯৬২ জন ১০৫টি ফ্লাইটে করে মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। এ কমিটি মদিনায় হজযাত্রীদের আগমন ও ছেড়ে যাওয়া হিসাব রাখে। ইমিগ্রেশন সেন্টার ২ হাজার ৯৯ জন হজযাত্রীকে বহন করা ৬৫টি ফ্লাইট এবং স্থল হজযাত্রী কেন্দ্র ৯২৪ জন হজযাত্রীকে বহন করা ২২টি ফ্লাইট গ্রহণ করেছে। সূত্র : বাসস।

এছাড়া পরিসংখ্যানে দেখা গেছে, পবিত্র মক্কার বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শনিবার রওনা হওয়া হজযাত্রীর সংখ্যা ছিল ৫ লাখ ৫৬ হাজার ৯৫৩ জন। সৌদি আরব

 বলেছে, বিশ্বব্যাপী মহামারি কভিড ছড়িয়ে পড়ায় আরোপ করা বিধিনিষেধ তুলে নেয়ায় আসন্ন হজ মৌসুমে সারাবিশ্ব থেকে আসা হজযাত্রীর সংখ্যা সীমাবদ্ধ থাকবে না।

গত দুই বছর সৌদি আরবে কভিডের বিস্তার রোধে হজ পালনের অনুমতি পাওয়া মুসলিমের সংখ্যা অনেক কমানো হয়। কভিড ছড়িয়ে পড়ার আগে প্রায় ২৫ লাখ মুসলিম বার্ষিক হজ পালনে অংশ নেন।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। সামর্থ্যবান মুসলিমদের জীবনে অন্তত একবার অবশ্যই হজ পালন করতে হয়।