Print Date & Time : 9 September 2025 Tuesday 11:01 am

৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে পশুর নদীর চরে আটকা কার্গো

শেয়ার বিজ ডেস্ক: ডেক ফেটে মোংলা সমুদ্রবন্দরের পশুর নদীর চরে আটকে পড়েছে ৮০০ মেট্রিক টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় পশুর নদীর চরকানা এলাকায় এমভি জুমায়রা-১ নামের ওই জাহাজ আটকে যায়। জাহাজটিতে থাকা ১২ কর্মকর্তা-কর্মচারী নিরাপদে রয়েছেন। 

ডেক ফেটে গেলেও জাহাজের ভেতরে পানি প্রবেশ করেনি বলে জানিয়েছেন জাহাজের মাস্টার ফারুক গাজী। মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ৫ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি এমভি পিথাগোরাস জাহাজ থেকে সাড়ে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে গতকাল সকালে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ছেড়ে আসে কার্গোটি।

ফারুক গাজী বলেন, পশুর নদীর চরকানা এলাকায় ডুবে চরে ধাক্কা লেগে আমাদের জাহাজের দুই পাশের ডেক ফেটে যায়। তখন জাহাজটি দ্রুত চরে উঠিয়ে দেয়া হয়। ফলে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে জাহাজটি। চরে আটকে থাকলেও জাহাজে পানি প্রবেশ করেনি। জাহাজটি ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে। ক্রেন এনে কয়লা অপসারণ করে জাহাজটি নিরাপদে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে বলেও বলে জানান তিনি। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, জাহাজ আটকে থাকার বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।