Print Date & Time : 1 September 2025 Monday 12:04 pm

৮৩ কভিড রোগী শনাক্ত, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে আরও ৮৩ কভিড রোগী শনাক্ত হয়েছেন; এ সময়ে মৃত্যু হয়নি কারও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৮০৩টি নমুনা পরীক্ষা করে ওই ৮৩ রোগী শনাক্ত হন। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৬০ শতাংশ; আগের দিন তা ৩ দশমিক ২০ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ১৩১ জন। মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৬৯ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৭ কভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১১ হাজার ৭৩ জন।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৬২ জনই ঢাকার। এর বাইরে কক্সবাজারে সাতজন, সিলেটে তিনজন, ময়মনসিংহ, খাগড়াছড়ি ও সিরাজগঞ্জে দুজন করে এবং নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, জয়পুরহাট, দিনাজপুর ও বরিশালে একজন করে কভিড রোগী শনাক্ত হয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হন। প্রথম রোগী শনাক্ত হওয়ার ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।