Print Date & Time : 15 September 2025 Monday 9:22 am

৮৫ মিনিটের প্রথম নারী প্রেসিডেন্ট পেল যুক্তরাষ্ট্র

শেয়ার বিজ ডেস্ক: মাত্র ৮৫ মিনিটের জন্য প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

সামান্য সময়ের জন্য প্রেসিডেন্সি ক্ষমতা পাওয়ার পরও তিনিই হলেন যুক্তরাষ্টের প্রথম নারী প্রেসিডেন্ট। খবর বিবিসি।

বিবিসি জানায়, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় থাকাকালে কমলা হ্যারিসকে প্রেসিডেন্টের ক্ষমতা দিয়ে গিয়েছিলেন।

ফলে গতকাল সকালে বাইডেনকে রুটিন কোলনস্কোপি করানোর সময় প্রায় ৮৫ মিনিটের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব নেন কমলা। ওইটুকু সময়ের জন্য তিনিই ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং পারমাণবিক শক্তির নিয়ন্তা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির স্থানীয় সময় শুক্রবার সকালে নিয়মিত কোলন পরীক্ষার অংশ হিসেবে এক ঘণ্টা ২৫ মিনিট অ্যানেস্থেসিয়ার (অবেদন বা অচেতন) অধীনে ছিলেন। তার আগে তিনি সাময়িকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ভাইস প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন।

তবে প্রেসিডেন্টের ক্ষমতা পেলেও কমলা হ্যারিস প্রেসিডেন্টের কার্যালয়ে বসেননি। তিনি হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে নিজের অফিসে বসেই কাজ চালিয়েছেন।

জো বাইডেনের ৭৯ তম জন্মবার্ষিকীর আগে দিয়ে এই স্বাস্থ্য পরীক্ষা করা হল।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেছেন, সাময়িকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ভাইস-প্রেসিডেন্টের হাতে দেওয়া নজিরবিহীন কিছু নয়। যুক্তরাষ্ট্রের সংবিধানেই এ নিয়ম আছে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ক্ষেত্রেও ২০০২ এবং ২০০৭ সালে একই ধরনের ঘটনা ঘটেছিল।

তবে কমলা হ্যারিস অনেক দিক দিয়েই প্রথম হয়ে ইতিহাস গড়েছেন। ৫৭ বছর বয়সী কমলা যুক্তরাষ্ট্রে প্রথম কোনও কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত; যিনি প্রথম যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন। সেদিক থেকে স্বল্প সময়ের জন্য হলেও প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া প্রথম নারী তিনিই।