Print Date & Time : 11 September 2025 Thursday 7:19 pm

৮ বছরের আগে নতুন গাড়ি পাবেন না ব্যাংকের চেয়ারম্যান-এমডি

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের চেয়ারম্যান ও এমডির গাড়ি আট বছরের আগে বদলানো যাবে না। অন্য কোনো প্রয়োজনেও এ সময়ের আগে তারা গাড়ি বদলাতে পারবেন না। পরিচালন ব্যয় কমাতে ও ঘন ঘন বিলাসবহুল যানবাহন কেনা ঠেকাতে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।

ব্যাংকের গাড়ি কেনা, সাজসজ্জাসহ অন্যান্য ব্যয় বিষয়ে ২০১৯ সালে নির্দেশনা রয়েছে। সর্বশেষ গত ২৭ জুলাইয়ের এক নির্দেশনায় পাঁচ বছরের আগে গাড়ি না বদলাতে বলা হয়। চলতি অর্থবছরেও নতুন গাড়ি কেনা বা প্রতিস্থাপন বন্ধের নির্দেশনা বহাল থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৭ জুলাই জারি করা সার্কুলারের অনুচ্ছেদ নম্বর ২ (গ) মাধ্যমে সাধারণভাবে পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ সব যানবাহন অন্তত পাঁচ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে বলে নির্দেশনা দেয়া হয়। তবে গাড়ির আয়ুষ্কাল আট বছর সংক্রান্ত সরকারি আদেশের সঙ্গে সংগতি রাখতে ব্যাংকগুলোর পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ ব্যাংকের অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে কেনা গাড়ি ন্যূনতম আট বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।