Print Date & Time : 31 July 2025 Thursday 12:45 am

৯বন্ধ শিল্প-কারখানা চালু করা হবে: শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, সব বন্ধ সরকারি শিল্পকারখানা আবার চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব কলকারখানায় আগামী দিনে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রবাসী আওয়ামী ফোরাম আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এমএ কাশেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের যাতে বেতন বৃদ্ধি পায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে কর্মস্থলে যাওয়ার আগেই বাংলাদেশের শ্রমিকরা যাতে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা লাভ করতে পারে, সেজন্য সারা দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
প্রবাসে কর্মরত বাংলাদেশিদের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক সামর্থ্য ও সক্ষমতা রেমিট্যান্সের ওপর অনেকাংশেই নির্ভর করে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করার জন্য প্রতিমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ জানান।