৯০ বছর পর শীর্ষস্থান হারাল জেনারেল মোটরস

শেয়ার বিজ ডেস্ক: ১৯৩১ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ি বিক্রিতে শীর্ষস্থানে ছিল জেনারেল মোটরস (জিএম)। প্রায় ৯০ দশক পর ২০২১ সালে সেই স্থান হারাল প্রতিষ্ঠানটি। খবর: ব্লুমবার্গ।

গত মঙ্গলবার ব্ল–মবার্গ জানায়, ১৯৩১ সালের পর এবারই প্রথম জিএম পাইকারি গাড়ি বিক্রির হিসেবে দ্বিতীয় স্থানে নেমে গেল। তাদের টপকে শীর্ষে উঠে এলো জাপানের টয়োটা।

জেনারেল মোটরস ও তাদের ডিলাররা গত বছর প্রায় ২২ লাখ গাড়ি বিক্রির কথা জানিয়েছে, ২০২০ সালের তুলনায় যা ১৩ শতাংশ কম। অন্যদিকে এ সময় টয়োটা ২৩ লাখের বেশি গাড়ি বিক্রি করেছে। এর আগের বছরের চেয়ে তাদের বিক্রি বেড়েছে ১০ দশমিক চার শতাংশ। ২০২১ সালে জিএম-এর চেয়ে এক লাখ ১৪ হাজার ৩৪টির বেশি গাড়ি বিক্রি করেছে টয়োটা।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে টয়োটার গাড়ি বিক্রির পরিমাণ ছিল ২২ লাখ ৫৫ হাজার ইউনিট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা টয়োটা ও ফোর্ডের গাড়ি বিক্রি হয়েছিল যথাক্রমে ২১ লাখ ১০ ও ২০ লাখ চার হাজার ইউনিট।

বিক্রি কমে আসার জন্য সেমিকন্ডাক্টরের মতো যন্ত্রাংশের অভাবকে দায়ী করেছে জিএম। গত বছর প্রায় ৪৩ শতাংশ কম গাড়ি বিক্রি হয় তাদের। সেমিকন্ডাক্টরের জোগান কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছিল বলে জানায় প্রতিষ্ঠানটি। তাই সময়মতো গাড়ি সরবরাহ করা যায়নি। এ কারণে বিক্রিতে পতন হয়েছে।

যদিও এ সংকটের মধ্যেও টয়োটা তাদের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা পরিচালনা করতে পেরেছে। ফলে ৯০ বছরের ইতিহাসে এই প্রথম জেনারেল মোটরসকে পেছনে ফেলে তারা।

গত বছর যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে অস্থিরতা দেখা গেছে। এ সময় জিএম-এর বিক্রি কম হলেও টয়োটা, হোন্ডা মোটর কোম্পানি ও নিশান মোটর কোম্পানির গাড়ি বিক্রি বেড়েছে।

তবু সন্তুষ্ট নয় টয়োটা কর্তৃপক্ষ। তারা এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করছে। টয়োটার অটোমোটিভ অপারেশন্সের ভাইস প্রেসিডেন্ট জ্যাক হলিস বলেন, আমরা যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশেও শীর্ষে উঠতে চাই।

এদিকে জিএম-এর উত্তর আমেরিকার প্রেসিডেন্ট স্টিভ কার্লাইল বলেন, গত বছরের অভিজ্ঞতা থেকে শিখেছি আমরা। চলতি বছর আমাদের গাড়ি বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় বাড়বে। আমরা ডিলার, প্রকৌশলী, উৎপাদনকারী, কর্মচারী ও ব্র্যান্ড টিমের সবার কাছে কৃতজ্ঞ। ২০২২ সালে আমরা যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনীতির সুবিধা নেয়ার ব্যাপারে আশাবাদী। আশা করি এ বছর সেমিকন্ডাক্টর নিয়ে সমস্যায় পড়ব না।

আবার শীর্ষস্থান দখল করতে জেনারেল মোটরসকে চলতি বছর প্রায় ২৫ লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। ২০২০ সালে প্রতিষ্ঠানটি সমপরিমাণ গাড়ি বিক্রি করেছিল। কভিড-১৯ মহামারি শুরুর আগে ২০১৯ সালে ২৯ লাখ গাড়ি বিক্রি করে জিএম। গত বছর ২৮ হাজার কোটি ডলার আয় করে প্রতিষ্ঠানটি। শেয়ারদরও এক্ষেত্রে ভূমিকা রাখে।

যুক্তরাষ্ট্রে শীর্ষস্থান ধরে রাখতে টয়োটাকে অতীতের তুলনায় আরও বেশি গাড়ি বিক্রি করতে হবে। ২০২০ সালে টয়োটার শেয়ারদর ১৪ দশমিক তিন শতাংশ বাড়ে, ২০১৮ সালে যা বেড়েছিল ১৪ শতাংশ। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের মতে, ২০১৮ সালের ১৭ দশমিক এক শতাংশ থেকে ২০২০ সালে ১৭ দশমিক তিন শতাংশ বাড়ে জেনারেল মোটরসের শেয়ারদর।

কক্স অটোমোটিভের মতে, সামগ্রিকভাবে ২০২১ সাল গাড়ি বিক্রেতাদের জন্য সুখকর ছিল না। কেননা ডিসেম্বরে মাত্র ১২ লাখ ৫০ হাজার গাড়ি বিক্রি হয় যুক্তরাষ্ট্রে, যা এর আগের বছরের তুলনায় ২৩ শতাংশ কম।

২০২১ সালে টয়োটার করোলা, ক্যামরি ও আরএভি৪ সবচেয়ে বেশি বিক্রি হয়, যদিও এর আগের বছরের তুলনায় আরএভি৪-এর বিক্রি কমে পাঁচ শতাংশ। তবে করোলা ও ক্যামরির বিক্রি বাড়ে যথাক্রমে পাঁচ ও ছয় দশমিক ছয় শতাংশ।