নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে গতকাল উল্টো চিত্র দেখা গেছে। সপ্তাহের প্রথম দুদিনে ১৬৪ পয়েন্ট পতনের পর গতকাল একদিনেই ১১১ পয়েন্ট বেড়েছে ডিএসইএক্স সূচক। এদিন ৯৩ শতাংশ কোম্পানির শেয়ার কেনা হয়েছে। দরপতন হয় মাত্র চার শতাংশ কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনের ২০ মিনিটের মধ্যে ৭০ পয়েন্ট সূচকের উত্থান হয়। এরপর মোটামুটি স্থিতিশীল অবস্থানে থেকে ধীরে ধীরে বাড়তে থাকে সূচক। লেনদেন শেষে ডিএসইএক্স সূচকের ১১১ পয়েন্ট উত্থান হয়। কেনার চাপ থাকা সত্ত্বেও লেনদেন কমেছে। বাকি দুই সূচকও ইতিবাচক অবস্থানে ছিল। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক, শেয়ারদর ও লেনদেনে একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১১ দশমিক ৩১ পয়েন্ট বা দুই দশমিক ২৪ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৭৭ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২৫ দশমিক ৫৬ পয়েন্ট বা দুই দশমিক ২৪ শতাংশ বেড়ে এক হাজার ১৬৪ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৩৮ দশমিক ৪৭ পয়েন্ট বা দুই দশমিক ১৬ শতাংশ বেড়ে এক হাজার ৮১৪ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন তিন লাখ ৭৯ হাজার ২৪২ কোটি ৪০ লাখ চার হাজার ৫৩ টাকা হয়। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৩১৭ কোটি ছয় লাখ ৬৬ হাজার ২১০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৪ কোটি ১৮ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ১৪৭ কোটি টাকা। এদিন ১২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৭৮২ শেয়ার এক লাখ পাঁচ হাজার ১৫৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৭টির, কমেছে ১৫টির, অপরিবর্তিত ছিল ৯টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফরচুন শুজ। কোম্পানিটির ১৩ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে এক টাকা ৪০ পয়সা। সিনোবাংলার ১০ কোটি ২২ লাখ টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে চার টাকা ৯০ পয়সা। তৃতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মার সোয়া সাত কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে দুই টাকা ৪০ পয়সা। ডরিন পাওয়ারের সাড়ে ছয় কোটি টাকা লেনদেন হয়; দর বেড়েছে দুই টাকা ৪০ পয়সা। এর পরের অবস্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের সোয়া ছয় কোটি টাকা, বীকন ফার্মার পৌনে ছয় কোটি টাকা, ন্যাশনাল পলিমারের পৌনে ছয় কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের সাড়ে পাঁচ কোটি টাকা, সি পার্ল রিসোর্টের সোয়া পাঁচ কোটি টাকা, মুন্নু সিরামিকের সোয়া পাঁচ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
প্রায় ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে আজিজ পাইপস। এরপর লিগ্যাসি ফুটওয়ারের দর ৯ দশমিক ৯৩ শতাংশ, এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ডের ৯ দশমিক ৮৫ শতাংশ, এসইএমএলআইবিবিএল শরিয়াহ্ ফান্ডের ৯ দশমিক ৭৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯ দশমিক ৬৩ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৪৭ শতাংশ, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯ দশমিক ৪৭ শতাংশ, কে অ্যান্ড কিউ’র ৯ দশমিক ৪৬ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৪১ শতাংশ ওএপেক্স ফুডের দর ৯ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
অন্যদিকে প্রায় ১০ শতাংশ কমে দরপতনের শীর্ষে উঠে আসে প্রগ্রেসিভ লাইফ। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির দর আট শতাংশ কমেছে। এছাড়া আরামিট সিমেন্টের দুই দশমিক ৩৩ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের এক দশমিক ৩৬ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের এক দশমিক ৩০ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের এক দশমিক ২৮ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এক দশমিক ২০ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের এক দশমিক শূন্য আট শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের এক দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংকের দর দশমিক ৯৪ শতাংশ কমেছে।
সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৭৭ দশমিক শূন্য আট পয়েন্ট বা এক দশমিক ৯১ শতাংশ বেড়ে ৯ হাজার ৪৩৪ দশমিক ৬২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৯৮ দশমিক ২৩ পয়েন্ট বা এক দশমিক ৯৬ শতাংশ বেড়ে ১৫ হাজার ৫১৩ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৮৪ কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৩৩টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দর।
সিএসইতে এদিন ১২ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৪৯৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ১৭ লাখ ৩৬ হাজার ৯০৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে আট কোটি ৮০ লাখ টাকা। সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে অবস্থান করে কেয়া কসমেটিকস। কোম্পানিটির এক কোটি শূন্য তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপর জাহিন টেক্স, এপেক্স স্পিনিং, ফারইস্ট ফাইন্যান্স, এমারাল্ড অয়েল, ঢাকা ডায়িং কোম্পানির এক কোটি টাকার করে শেয়ার লেনদেন হয়। এছাড়া আমরা নেটের ৯৯ লাখ ৬০ হাজার, নাভানা সিএনজি, ইমাম বাটন, মাইডাস ফাইন্যান্সের সাড়ে ৯৯ লাখ টাকার করে শেয়ার লেনদেন হয়।

Print Date & Time : 21 July 2025 Monday 11:40 pm