৯ আসনে লড়বেন ইমরান

শেয়ার বিজ ডেস্ক: পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির উপনির্বাচনে একই সঙ্গে ৯টি আসনে লড়তে চলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। খবর: ডন।

অনাস্থা ভোটে ইমরান খানের গদিচ্যুত হওয়ায় এই ৯টি আসনে নির্বাচনের প্রয়োজন পড়ছে। গত ১১ এপ্রিল পিটিআইয়ের ১২৩ সংসদ সদস্য ইস্তফা দেন। এরপর গত ২৮ জুলাই তেহরিক-ই-ইনসাফের ১১ সদস্য ইস্তফা দেন। ওই আসনগুলোয় উপনির্বাচনের প্রয়োজন পড়ে।

এরই মধ্যে দুটি আসনে নতুন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এবার বাকি ৯টি আসনে উপনির্বাচন হবে। নির্বাচন কমিশন (ইসিপি)  ঘোষণা করেছে, আগামী ২৫ সেপ্টেম্বর ওই ৯টি কেন্দ্রে উপনির্বাচন হবে, যার সবকটিতে নিজের দলের হয়ে ভোটে দাঁড়াতে চলেছেন ইমরান খান। পিটিআই সূত্রে জানা যায়, শিগগির প্রচারে নামবে দল। দুই-এক দিনের মধ্যে ইসলামাবাদে সভা করবেন তারা।

প্রশ্ন উঠেছে, আসন্ন উপনির্বাচনে ইমরান যদি একাধিক আসনে জেতেন, সেক্ষেত্রে কী ঘটতে পারে? তিনি একই সঙ্গে একাধিক কেন্দ্রের জনপ্রতিনিধি হতে পারবেন? তেমন আইন রয়েছে দেশের সংবিধানে? তবে একজন প্রার্থী কত সংখ্যক আসনে লড়বেন, এ নিয়ে কোনো আইনি বিধিনিষেধ নেই সে দেশে। তবে নির্বাচনের পর শুধু একটি আসনই দখলে রাখতে পারবেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি। ফলে ইমরান যদি একের বেশি আসনেও জেতেন, ওই আসনগুলোয় ফের নির্বাচন হবে। পরবর্তী ৬০ দিনের মধ্যে সেই নির্বাচন করতে হবে কমিশনকে।

এদিকে ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রা রুপির মান আরও কমেছে। এছাড়া ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে দেশটি। পরিস্থিতি মোকাবিলায় প্রতি ইউনিটের দাম ২৪ দশমিক ৮০ রুপি বাড়ানো হয়েছে। পাকিস্তানের আর্থিক অবস্থা ভাবিয়ে তুলছে দেশটির অর্থনীতিবিদদের। লাফিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি। অর্থ মন্ত্রণালয় জানায়, গত জুনে মূল্যস্ফীতি বাড়ে ২১ দশমিক ৩ শতাংশ। কম-বেশি সব খাদ্যপণ্যের দাম ক্রমেই ঊর্ধ্বমুখী। দেশটির রিজার্ভও কমতে শুরু করেছে।