নিজস্ব প্রতিবেদক: কয়েক বছর আগে বাণিজ্যমেলার জন্য পূর্বাচলে প্রায় ৮০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এখন বলছেন, রাজধানীর আগারগাঁওয়েই প্রতি বছর এই মেলা বসবে। গতকাল বাণিজ্যমেলা প্রাঙ্গণে সারিকা ফ্যান্টাসি পার্কে প্রতিবন্ধীদের বিনা মূল্যে রাইড সেবার উদ্বোধন করে একথা বলেন তিনি। সূত্র: বিডিনিউজ
প্রায় তিন দশক আগে বাণিজ্যমেলার শুরু থেকে তা শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে হয়ে আসছে। এতে ওই এলাকায় পুরো মাস ধরে যানজট লেগে থাকে। এই প্রেক্ষাপটে ২০১৫ সালে ঢাকার পূর্বাচলে ২০ একর জমির ওপর আন্তর্জাতিক বাণিজ্যমেলার স্থায়ী প্রাঙ্গণ তৈরির একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার।
৭৯৬ কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্পের আওতায় এক্সিবিশন সেন্টারে এক হাজার ৫০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, প্রতিটি ৯ বর্গমিটারের ৮০৬টি বুথ, দুটি বড় হলরুম, সম্মেলন কেন্দ্র, অভ্যর্থনা কেন্দ্র, বাণিজ্য তথ্য কেন্দ্র, সভাকক্ষ, প্রেস সেন্টার, সার্ভিস রুম এবং সাবস্টেশন করার কথা বলা হয়।
পরে ২০১৭ সালের বাণিজ্যমেলা শেষ হওয়ার পর তৎকালীন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদে বলেন, পূর্বাচলে বাণিজ্যমেলার অবকাঠামো নির্মাণের কাজ চলছে। ২০১৯ সাল থেকেই সেখানে আন্তর্জাতিক বাণিজ্যমেলা হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এদিন বলেন, পূর্বাচলে মেলা হবে, তবে তা বিশেষ বিশেষ ক্ষেত্রে। কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ‘শহরের বাইরে তো ওটা, যার কারণে ওখানে যথেষ্ট পরিমাণ জায়গা রেডি হয়নি, এত জায়গাও নেই। নতুন যে জায়গাটা হবে, সেখানে সারা বছর ধরে রফতানিমুখী পণ্য প্রদর্শনের মেলা হবে। তবে বাণিজ্যমেলা আপাতত আগারগাঁওয়েই অনুষ্ঠিত হবে।’
চলতি বছরের শেষদিকে বা আগামী বছরের শুরুতে পূর্বাচলে আন্তর্জাতিক মানের রফতানিমুখী পণ্যের প্রদর্শনী হতে পারে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘সেখানে টেক্সটাইলসহ রফতানিমুখী সব পণ্য প্রদর্শনের সম্ভাবনা আছে। তবে আগারগাঁওয়ে মেলা আগের মতোই চলবে।’
এর আগে মন্ত্রী বাণিজ্যমেলা প্রাঙ্গণে সারিকা ফ্যান্টাসি ইমার্জিং ওয়ার্ল্ডে প্রতিবন্ধীদের বিনামূল্যে রাইড সেবা উদ্বোধন করেন। এ সময় তিনি প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কথা বলেন। তাদের সঙ্গে তিনি রাইডে চড়ে গল্পও করেন কিছু সময়।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, তারা সমাজের মূলধারায় এসেছে। প্রধানমন্ত্রী ও তার কন্যা সায়মা ওয়াজেদ তাদের নিয়ে কাজ করছেন। তাদের এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টচার্য, মেলা কমিটির সদস্য সচিব আবদুর রউফ, ইপিবির পরিচালক মো. জাহাঙ্গীরসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
