বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক আয়োজিত ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কৃষি ব্যাংক দুই কোটি টাকার ঋণ বিতরণ করে। সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মূহম্মদ আউয়াল খান।