নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের মোদকপাড়ায় তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ওই গ্রামের শংকর মোদক, রাধারমন মোদক ও বিপুল মোদকের বাড়িতে ডাকাতদল হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টিভিসহ বিভিন্ন মূল্যবানসামগ্রী লুটে নেয়। যার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

তারা জানা, ১০ থেকে ১২ জনের সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাত ৩টার দিকে এসব বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির লোকজনদের হাত-পা বেঁধে রাখে ডাকাতদল।

এ ব্যাপারে জানতে মনোহরদী থানার ওসি মুহাম্মদ আব্দুল জব্বারের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।