Print Date & Time : 7 July 2025 Monday 2:25 am

ইস্তাম্বুলের পশ্চিম উপকূলে অবস্থিত মারমারা সাগরে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মানির ভূমিকম্প গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তুরস্কের এই সবচেয়ে বড় শহরটি কেঁপে ওঠে। এ সময় মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে। দেশটির কর্মকর্তরা এ তথ্য নিশ্চিত করেছে।

জিএফজেডের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে তুরস্কে আঘাত হানা এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটির দুর্যোগ ও জরুরি কর্তৃপক্ষ (এএফএডি) বলেছে, বুধবার স্থানীয় সময় ১২টা ৪৯ মিনিটের দিকে ইস্তাম্বুল থেকে ৮০ কিলোমিটার পশ্চিমের সিলভরি অঞ্চলের মারমারা উপসাগরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বসফরাস প্রণালীর ইউরোপীয় ও এশীয় তীরে অবস্থিত শহরটির লোকজন আতঙ্কে তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

দেশটির সম্প্রচারমাধ্যম টিজিআরটি বলেছে, ভূমিকম্পের সময় ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ায় এক ব্যক্তি আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেছে, শহরের জরুরি কর্তৃপক্ষ ভূমিকম্প পরিস্থিতির পর্যালোচনা করছে।

এএফএডি ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনে লোকজনকে প্রবেশ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছে। এর আগে ২০২৩ সালে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত বরাবর ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল। দেশটিতে আঘাত হানা ওই ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজার ৫৩৭ জন মারা গেছেন।

সিরিয়ার সরকার জানায়, ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তাদের নিয়ন্ত্রিত এলাকায় এক হাজার ৪১৪ জন নিহত হয়। কিন্তু উত্তর সিরিয়ায় তুরস্কের সমর্থিত কর্মকর্তরা জানান, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ৪ হাজার ৫৩৭ জন নিহত হয়েছেন।

ফলে দুই দেশের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটিতে ৫৯ হাজার ৪৮৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগে সবচেয়ে বড় প্রাণঘাতী ভূমিকম্প হয় পেরুতে। ১৯৭০ সালের ভূমিকম্পে দেশটিতে ৬৭ হাজার মানুষের মৃত্যু হয়।