গুচ্ছপরীক্ষা নিয়ে ইবির নানা প্রস্তুতি

ব্যবসায় শিক্ষা অনুষদের অর্থাৎ ‘সি ইউনিটের’ ভর্তি পরীক্ষার মাধ্যমে আজ শুক্রবার শুরু হবে (২০২৪-২৫) শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। এই পরীক্ষার অন্যতম কেন্দ্র কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পক্ষ থেকে ইতোমধ্যেই সব প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, অভিভাবক কর্নার স্থাপনসহ ভর্তি পরীক্ষা ঘিরে সব ধরনের প্রস্তুতি আছে বলে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সূত্র জানায়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষার্থীরা গেট দিয়ে প্রবেশ করতে পারবে। তারা কোনো ইলেকট্রনিক ডিভাইস, হাতঘড়ি নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবে না। প্রতিটি ভবনের নিচে দায়িত্বশীলরা চেক করে করে তাদের পরীক্ষার হলে ঢোকাবেন। তবে দেরি করে আসা পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য সিকিউরিটি টিমের দুটি মোটরসাইকেল ও দুটি গাড়ি থাকবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারের পেছনে অভিভাবকদের বিশ্রামের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। মেইন গেটের সামনে ক্রিয়াশীল ছাত্র-সংগঠনগুলোর স্টল থাকবে যেখানে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সেবা দেয়া হবে।

নিরাপত্তার বিষয়ে ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহবায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। পুলিশ ও র‌্যাবের সার্বক্ষণিক টহলের ব্যবস্থা থাকবে। ভর্তি পরীক্ষা যেন নকল ও প্রক্সি মুক্ত হয় সে জন্য নজরদারি অব্যাহত থাকবে।

কত সংখ্যক শিক্ষার্থী ইবি কেন্দ্রে সি ইউনিটের পরীক্ষায় অংশ গ্রহণ করবে এমন প্রশ্নে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, এবার সি ইউনিটের পরীক্ষা গ্রহণের মাধ্যমে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। ইবি কেন্দ্রে ১,৩১০ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করবে। তাদের কেন্দ্র হিসেবে সম্পূর্ণ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনের দুটি রুমে আসন বিন্যাস করা হয়েছে।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ভর্তি পরীক্ষার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে প্রস্তুত। আগামীকাল (আজ) সি ইউনিটের পরীক্ষার জন্য জিএসটির নিয়ম অনুসারে দায়িত্বশীল সবাই তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। ডিন, প্রক্টর সবাই নিজ নিজ কাজ করছেন। আমি অফিসে বসে প্রতিটি কমিটির কাজ মনিটর করছি। আশা করছি একটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।