মেহেরপুরের গাংনীতে নকল গুল ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রির অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান বাঁশবাড়ীয়া ও গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, বাঁশবাড়ীয়া গ্রামের মিজান ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান গনি গুলের অনুকরণে নকল গুল সরবরাহ ও বিক্রি করছিল বলে অভিযোগ থাকায় মালিকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে গাংনী বাজারের আকমল স্টোর অ্যান্ড গিফট হাউসে বিক্রি নিষিদ্ধ নাইট ক্রিম শিশুখাদ্য বিক্রির অপরাধে দোকান মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।