প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক শাহাদাতের মৃত্যু হয়েছে। গত বুধবার মধ্যরাতে নগরীর সিটি পার্কে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত নতুন জিমখানা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে কয়েকজন যুবক শাহাদাতের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই শাহাদাতের শরীরে একের পর এক ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর মোহাম্মদ নাসির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহাদাতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত শাহাদাত মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, এ ব্যবসার নিয়ন্ত্রণ বা ভাগাভাগির দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।